যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে। এই ক্যান্সার তার শরীরের হাড়েও ছড়িয়ে গেছে।
স্থানীয় সময় ১৮ মে (রবিবার) তার দপ্তর এক বিবৃতির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে।
৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর পরীক্ষায় ‘হাই-গ্রেড’ শ্রেণির ক্যান্সার ধরা পড়ে, যার গ্লিসন স্কোর ৯। বিশেষজ্ঞদের মতে, এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
তবে ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণের আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বয়স ও স্বাস্থ্যের অবনতির কারণে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন।