ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ ব্যাপারে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন ।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলার বলেন, “আমরা আশা করি, সকল পক্ষ তাদের মতবিরোধ ও সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধান করবে, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়।”
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরও নজর রাখছে বলে জানান তিনি।