ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে যখন উত্তেজনাকর পরিস্থিতি চলছে ঠিক তখনই বাংলাদেশে আসলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার সকাল ৯টার দিকে বিক্রম মিশ্রির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছান।
সকাল ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়।
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটিই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
রাজনীতি বিশ্লেষকরা এ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন।