বিশ্বখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) সকালে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংকের পক্ষ থেকে তাকে ফোন করে আনুষ্ঠানিক যাত্রা শুরুর বিষয়টি জানানো হয় । মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটি নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম X (সাবেক টুইটার)-এ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
প্রাথমিক পর্যায়ে স্টারলিংক বাংলাদেশে দুটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে বলে জানান তিনি।
১. স্টারলিংক রেসিডেন্স – মাসিক খরচ ৬ হাজার টাকা
২. রেসিডেনশিয়াল লাইট – মাসিক খরচ চার হাজার দু’শ টাকা
তবে উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদেরকে ৪৭ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে বলে জানান তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য আজ থেকেই অর্ডার করতে পারবেন।
তিনি বলেছেন, “শুরুতে কিছুটা ব্যয়বহুল মনে হলেও, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে স্টারলিংক একটি টেকসই সমাধান নিয়ে এসেছে। এটি বাংলাদেশের প্রযুক্তি ও ডিজিটাল সংযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে।”