ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের আহবান করেছেন।
সম্প্রতি বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশে সহিংসতা কমানো ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এ আহবান জানিয়েছেন।
সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে তিনি এ আহবান জানান বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
একইসাথে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের ধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন।
অধিবেশনে মমতা বলেন, ‘বাংলাদেশে আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয়জন আছে। ভারত সরকার এ বিষয়ে যে অবস্থানই গ্রহণ করুক না কেন আমরা তা মেনে নিই। তবে আমরা বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নৃশংসতার নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন।‘