মার্কিন ধনকুবের ইলন মাক্সের মালিকানাধীন স্পেস এক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করেছে।
আজ বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সম্মেলনের অংশগ্রহণকারীরা স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারেও এ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানায়, গত ২৯ মার্চ স্টারলিংক বিডার বিনিয়োগ নিবন্ধন সম্পন্ন করেছে। তবে দেশব্যাপী বাণিজ্যিক সেবা চালুর জন্য প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে।