গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’-এর কোনো ভূমিকা থাকার কথা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘সেখানে (বাংলাদেশে) আমাদের ‘ডিপ স্টেট’-এর কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয়, যা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন।’’
তিনি আরও বলেন, ‘‘স্পষ্ট করে বললে, কয়েকশো বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। আমি বিষয়টি সম্পর্কে পড়ছি, তবে বাংলাদেশ নিয়ে আমি প্রধানমন্ত্রীর (মোদি) ওপর ছেড়ে দেব।’’
এ সময় মোদি বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য না করে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলেন।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, ‘‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুই নেতার আলোচনা হয়েছিল এবং প্রধানমন্ত্রী মোদি তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে এগিয়ে যাবে, যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চালিয়ে যেতে পারব। তবে কিছু উদ্বেগ রয়েছে, যা প্রধানমন্ত্রী ট্রাম্পকে জানিয়েছেন।’’