আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান । তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতির চিত্র আশাব্যাঞ্জক নয়।
তিনি জানিয়েছেন, দুর্নীতি বন্ধ করে উৎপাদন খরচ কমিয়ে বিদ্যুতে ভর্তুকি কমানো হবে। সরকারের এ কৌশলে আইএমএফও সম্মত হয়েছে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ফাওজুল কবির খান এসব কথা বলেন।
বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয় উল্লেখ করে তিনি বলেছেন, দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফের ধারণার চেয়েও অনেক বেশি।