বাংলাদেশী পণ্যের উপর ৩৭% কর আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
এসময় বাংলাদেশী পন্যের উপর ন্যূনতম ১০ শতাংশ হারে ট্যারিফ ঘোষণা করেন তিনি।
এর আগে তারা বাংলাদেশী পণ্যের উপরে ১৫ শতাংশ কর আরোপ করেছিল।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর বাংলাদেশ অন্তত ৮৪০ কোটি টাকার পণ্য রপ্তানি করে থাকে। এর মধ্যে তৈরি পোশাকসবচেয়ে বেশি।
যদি শুল্কের পরিমাণ বাড়ানো হয়, তাহলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ছাড়াও চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, কম্বোডিয়া সহ আরও বেশ কিছু দেশের শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।