জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে চারটি প্রদেশে বিভাগের জন্য সুপারিশের কথা ভাবছে । এছাড়াও রাষ্ট্রের নিরাপত্তা সুসংহত করাসহ আরও কয়েকটি বিষয়ের দায়িত্ব প্রদেশের হাতে ছেড়ে দেয়ার পক্ষে তারা।
সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশন গত বুধবার তাদের সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। তবে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও কমিশনের সদস্যরা সংস্কার প্রতিবেদন জমা দেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারা তাদের বেশ কিছু সুপারিশের কথা তুলে ধরেন। তার মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে তারা দেশকে চার প্রদেশে বিভক্তের পক্ষে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা রয়েছে তাদের চার প্রদেশের পরিকল্পনায়।
কমিশনের একটি সূত্র জানিয়েছে, চার প্রদেশে বিভক্তের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি নিয়ে আলোচনা চলছে। এটা যেহেতু সংবিধানের সাথে সম্পর্কিত তাই কাঠামোর বিষয়ে এখনই বলা সম্ভব না।