বরিশালে শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত অটোচালক স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নগরীর জুয়ানগরে অটোচালক সুজনকে গণপিটুনি দেয়া হয়। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
নিহত সুজন জিয়ানগর এলাকায় ভাড়া থাকেন। তার পাশের বাসার এক শিশুকে সে শুক্রবার দুপুরে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।
আজ দুপুরে ভুক্তভোগী শিশুর মা মামলা দায়ের করেন। ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয় স্থানীয়রা। সন্ধ্যায় সুজনকে একা পেয়ে স্থানীয়রা গনপিটুনি দেয়।
ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।