বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রবিবার রুমা সড়কের ক্যক্ষংঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সেতুর দুদিকেই যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির ভিড় লেগে যায়। এই ঘটনায় সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়ে মানুষ, পণ্য সরবরাহ ব্যাহত হয়।
এ প্রসঙ্গে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, আমরা সেতুটি ভাঙার খবর পেয়েছি। দ্রুতই সেটি মেরামত করা হবে।