বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক। তাদের মন-মানসিকতা পরিবর্তন এবং মনোবলকে শক্তিশালী করার জন্য পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশে সংস্কারের দাবি উঠে। এ সময় পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে বেশ আলোচনা হয়েছিলো।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সবার মন-মানসিকতা পরিবর্তন করা জরুরি। সে জন্য পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। তবে তা ধীরে ধীরে পরিবর্তন হবে।
জানা গেছে, পুলিশের পোশাক হবে আয়রন রঙের, র্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।