বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
অতিবৃষ্টির প্রভাবে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
অন্যদিকে, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা সময়ের সাথে আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূলীয় ও মধ্যাঞ্চলে আরও বেশি প্রভাব ফেলতে পারে।