আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা হিসেবে ইতিহাসে চিরকাল বেঁচে থাকবেন। মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য।
তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৪০ সালে, যখন তিনি সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। পরবর্তীতে ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের টিকেটে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলির সদস্য নির্বাচিত হন।
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা আন্দোলন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অতুলনীয়।
তার দেয়া ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত। বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করে এ ভাষণ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশ কয়েকজনকে নির্মমভাবে হত্যা করে।