বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধের ঘটনায় গাজীপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
মঙ্গলবার সকাল সাতটায় বিক্ষোভ শুরুর পর তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন ঐ মহাসড়কে যাতায়াতকারীরা। বাধ্য হয়ে অনেককে হাটা পথেই গন্তব্যে যেতে দেখা গেছে।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেয়ার কথা থাকলেও তারা বেতন পরিশোধ করেনি। তাই গতকাল তারা কারখানার ভেতরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। আজ সকালে শ্রমিকরা ১১ মার্চ থেকে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এরপরই তারা বিক্ষোভ শুরু করেন।