সফল হওয়ার বাসনা সবার মাঝেই আছে। কিন্তু সেই কাঙ্ক্ষিত সাফল্যের পথ অতটা মধুর নয়। এজন্য দরকার মেধা, পরিকল্পনা, পরিশ্রমের যৌথ সমন্বয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেবেকা সুলতানা ইতোমধ্যে সোস্যাল মিডিয়াতে পরিচিতি পেয়েছেন। তারা অনুপ্রেরণামূলক বক্তব্যের সুনাম দেশজুড়ে। একজন সৎ ও সফল মানুষ হতে গেলে যেসমস্ত উপাদান প্রয়োজন তার সব রসদই পাওয়া যায় তার বক্তব্যে।
এবার বইমেলায় এসেছে তার সাফল্যের সিঁড়ি সিরিজের দ্বিতীয় বই ‘সাফল্যের সিঁড়ি ২’। টাঙন প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে এই প্রকাশনীর স্টল রয়েছে। স্টল নং ৯।
এই বইটিও অনুপ্রেরণামূলক বই। লেখক অত্যন্ত সুক্ষ্মভাবে ভিন্নধর্মী উপস্থাপনায় এই বইটি লিখেছেন। যা পাঠককে সহজে মুগ্ধ করবে। শুধু সফল মানুষ তৈরি নয় বরং কীভাবে মানুষকে সার্থক করা যায় সেই পথরেখাও এখানে বাতলে দেয়া হয়েছে। সফল হওয়ার সাথে সাথে মানুষ যেন নৈতিক গুণগুলোও অর্জন করে সেই বিষয়ে বইটিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, ড. রেবেকা সুলতানা ১৯৮০ সালের ২ জুন পিরোজপুরের স্বরূপকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেলসহ স্নাতক, ২০০২ সালে স্নাতকোত্তর, ২০১২ সালে এমফিল এবং ২০২১ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
২০২০ সালে যৌথভাবে তার ‘জয়তু বিবেকানন্দ’ এবং ২০২৩ সালে তাঁর প্রথম গ্রন্থ ‘জীবনের ধারাপাত’ প্রকাশিত হয়। দ্বিতীয় মোটিভেশনাল গ্রন্থ ‘সাফল্যের সিঁড়ি-১’ ২০২৪ সালে প্রকাশিত হয়। তিনি ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক।