ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী এস এম ইমরান আজাদ প্রতিষ্ঠিত ক্বারী নূর মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরে অস্বচ্ছল ও দুস্থ মানুষদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ ডিসেম্বর) জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া মসজিদ বাড়িতে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় চিকিৎসকরা রোগী দেখা শুরু করেন। দিনভর শতাধিক রোগী এই ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার পরিমাপ এবং ওজোন পরিমাপ করা হয়। একজন দক্ষ নার্স এ দায়িত্ব পালন করেন। নার্সের কাছ থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখে প্রেসক্রিপশন করে দেন। এই প্রেসক্রিপশন অনুযায়ী রোগীরা রবিবার ফ্রি ওষুধও পাবেন।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, ‘সেবার সাথে একটি মহাজাগতিক সম্পর্ক আছে। কেউ যদি মহাজগতের সাথে অর্থাৎ আল্লাহ বা পরমসত্ত্বার সাথে যুক্ত হতে চায়, তাহলে তাকে সেবার মধ্য দিয়েই যুক্ত হতে হবে’।
তিনি আরও বলেন, ‘সমাজে যত ভালো মানুষ বৃদ্ধি পাবে সমাজ তত সুন্দর হবে। এই ফ্রি মেডিক্যাল সেবার মধ্য দিয়ে আমরা স্বরূপকাঠিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো’।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা লুৎফুননেছা বেগম এবং সভাপতিত্ব করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম ইমরান আজাদ। সভাপতির বক্তব্যের শুরুতে উপস্থিত চিকৎসক, অতিথি এবং সেবা নিতে আসা রোগীদের তিনি ধন্যবাদ জানান।
ইমরান আজাদ বলেন, ‘সেবা দেয়াও একটা সৌভাগ্যের বিষয়। আমি আমার দাদার নামে এই ফাউন্ডেশনটা করেছি, যা আমার বাবার স্বপ্ন ছিলো। অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আমি কাজ করছি। বছরে দুইবার এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প করতে চাই’।
বক্তব্য দিতে গিয়ে একসময় তিনি আবেগাপ্লুত হয়ে যান। তিনি এই সেবাদানের প্রক্রিয়া চলমান রাখার প্রতিশ্রুতি দেন।
সেবা নিতে আসা এক রোগী জানান, টাকা-পয়সার অভাবে অনেকদিন ধরে চিকিৎসা করাতে পারছিলাম না। এখানে ফ্রি চিকিৎসা পাওয়ায় অনেক উপকৃত হলাম। ফ্রি ঔষধও পাবো এখান থেকে। এ ধরণের সেবা আর কোথাও পাইনি।
দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন সাবেক নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ সিকদার, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আশিক দত্ত এবং মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মোঃ হোসাইন আহমেদ।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ক্বারী নূর মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। এবার সহ মোট ৩ বার এটি অনুষ্ঠিত হলো। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও ফাউন্ডেশনটি থেকে দুস্থ এবং অস্বচ্ছল মানুষেরা বহুমুখী সেবা পান।