ইমামতি ফ্রান্সে এখন একটি স্বীকৃত পেশা।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায় এই পেশা যুক্ত করা হয়েছে।
ফ্রান্স ইসলাম ফোরামের দ্বিতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটায়ো এই ঘোষণা দেন। তিনি বলেন, রাষ্ট্র ও মুসলিম ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে সংলাপ বিশ্বাস ও দায়িত্বশীলতার ভিত্তিতে হওয়া জরুরি। মুসলিমরা চরমপন্থার মাধ্যমে তাদের ধর্মকে বিকৃত করার বিরোধী বলেও তিনি জানান।
রাষ্ট্রের ধর্মীয় প্রতিষ্ঠানে হস্তক্ষেপ না করলেও সহায়তা করা যেতে পারে বলে মন্তব্য করেন রেটায়ো। এই পদক্ষেপের অংশ হিসেবে ইমামের ভূমিকাকে ফ্রান্সের স্বীকৃত পেশার তালিকায় যুক্ত করা হয়েছে।
রেটায়ো একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, ফ্রান্সে এ ধরনের স্বীকৃতি এটাই প্রথম। ইমামদের জন্য অফিসিয়াল চাকরির বিবরণী ও কর্মসংস্থান চুক্তি তৈরির ঘোষণাও দেন তিনি।