ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।
বছরের শুরুতেই এমন চমকে দেয়ার মতো খবরে অবাক হয়েছেন তার ভক্ত সমর্থকরাও। কোনরকম গুজব ছাড়াই এই ঘটনা ঘটে যাবে কে জানত?
সোস্যাল মিডিয়ায় গতকাল রাত থেকেই তাহসানের বিয়ে নিয়ে বেশ চর্চা চলছে। কোনো পূর্বাভাস ছাড়াই তাহসান বিয়েতে বসায় বিষয়টা আরও বেশি আকর্ষণ তৈরি করেছে।
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করছেন অনেকেই। একজন লিখেছেন, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই’। রোজার সৌন্দর্য নিয়ে অনেকে আপ্লুত। প্রশংসায় মেতে উঠেছেন তারা। এক তাহসান ভক্ত লিখেছেন,’এমন সুন্দরী মেয়েই যেন তাহসান ভাইয়ের বউ হয়, এটা আমার চাওয়া ছিল। এখন খুব খুশি লাগছে আমার’।
রোজা আহমেদ গত এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে মেকওভার আর্টিস্ট হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করেছেন এবং নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার নামে তার একটি প্রতিষ্ঠানও রয়েছে।
তবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি। বিয়ের ব্যাপারে আজ শনিবার তিনি বিস্তারিত জানাবেন বলে খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেত্রী মিথিলার সাথে বিয়ে হয় তাহসানের। পরে ২০১৭ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তাদের ঘরে আইরা তাহরিম খান নামের একটি কন্যা সন্তান রয়েছে।