অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ কর্মসূচী দিয়েছে। ১৬ই ফেব্রুয়ারি অবরোধ ও ১৮ই ফেব্রুয়ারি কঠোর হরতালের ডাক দিয়েছে দলটি।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ কর্মসূচী ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ৫ ফেব্রুয়ারি (বুধবার) লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হবে দলটির পক্ষ থেকে।
এছাড়াও ১০ ফেব্রুয়ারি (সোমবার) বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি (রবিবার) অবরোধ কর্মসূচি, ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল পালন করার ঘোষণা দেয়া হয়েছে।
সেইসাথে এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ।
এর আগেও গত ১০ নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েছিলো দলটি। কিন্তু তারা তা করতে পারেনি।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে কোন সক্রিয় কর্মকাণ্ড চোখে পড়েনি। দলটির শীর্ষ নেতাদের বেশিরভাগই দেশের বাইরে। কেউ কেউ পলাতক আবার কেউ কারাগারে বন্দি রয়েছেন। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে গিয়ে সেখানেই অবস্থান করছেন দলটির সভাপতি শেখ হাসিনা।