ভোক্তার চাহিদা ও উৎপাদকের যোগানের উপর ভিত্তি করে বাজার ব্যবস্থা গড়ে উঠলেও বর্তমানে একটি অদৃশ্য হাত বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। এর ফলে বাংলাদেশে ফুলকপির দাম এখন চকলেটের দামের থেকেও কম।
কিছুদিন আগেও যে ফুলকপির দাম ঢাকায় প্রতি পিস ৭০-৮০ টাকা ছিল, তা হঠাৎ করেই অস্বাভাবিকভাবে কমে গেছে। দামের এই আকস্মিক পতনের প্রধান কারণ হলো মুক্তবাণিজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকারের অসংগতিপূর্ণ নীতি।
মুক্তবাণিজ্যের সংরক্ষণ নীতির অভাবে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করে লোকসানের মুখে পড়ছে এবং চাষাবাদে আগ্রহ হারাচ্ছে। এটি ভবিষ্যতে দেশের কৃষিখাত এবং সামগ্রিক অর্থনীতির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তাই সরকারের উচিত ভর্তুকি দিয়ে হলেও কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল কেনা নিশ্চিত করা। এতে কৃষকরা চাষাবাদে আগ্রহী হবে, যা বাংলাদেশের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে সহায়তা করবে।
লেখক
সুনন্দন সেন
শিক্ষার্থী, ঢাকা কলেজ।