রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শেষ হয়েছে এক আবেগঘন মোনাজাতের মাধ্যমে। অশ্রু ঝড়িয়ে ফিলিস্তিনেে জন্য দোয়া করেন লাখো জনতা।
শনিবার বিকেল ৪টায় জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন।
লক্ষাধিক মানুষের অংশগ্রহণে শুরু হওয়া এই কর্মসূচিতে কোরআন তেলাওয়াতের পর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইসলামিক বক্তা ও সাধারণ মানুষ অংশ নেন।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ মিছিল নিয়ে এসে জমা হয় উদ্যানে, হাতে ছিল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা।
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করে ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের দাবি জানান।