বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাড়ছে। ইসরায়েলের আগ্রাসনের মধ্যেই বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।
যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলের চলমান বর্বরতার মধ্যেও বেড়েছে ফিলিস্তিনের জনপ্রিয়তা।
এর মাঝেই স্পেনসহ ১০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।
জাতিসংঘের ১৯৩টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া রাষ্ট্রের সংখ্যা দাঁড়ালো ১৪৭।
গাজায় ইসরাইলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করছেন।