ফরিদপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৩০ জন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের বাকুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ। তাৎক্ষণিক তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মোকসেদপুর থেকে ফরিদপুরের দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় আরও একজন মারা যান।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।