পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থী প্রেমিককে কলে রেখেই আত্মহত্যা করেছেন।
রোববার (২৬ জানুয়ারি) ভোরের দিকে ঐ এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল জানিয়েছেন, প্রেমিককে কলে রেখে গলায় ফাঁস দিয়েছে ঐ নারী শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীর নাম সাবরিনা। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাবরিনা যশোরের চৌগাছার নারায়নপুরের বাসিন্দা।
অধ্যাপক ড. তাজাম্মুল হক জানিয়েছেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি মেয়েটি প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে। কেননা পুলিশ বলছে, গলায় ফাঁস দেয়ার সময় প্রেমিককে কলে রেখে আত্মহত্যা করেছে এই শিক্ষার্থী।
সূত্রাপুর থানা বিষয়টি নিশ্চিত করেছেন।