রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ।
রোববার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
এর ফলে দলটি রাজনৈতিক নিবন্ধন ফিরে পেলেও প্রতীক (দাঁড়িপাল্লা) ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, শিশির মনিরসহ আরও কয়েকজন আইনজীবী। এসময় আদালতে উপস্থিত ছিলেন দলটির শীর্ষস্থানীয় নেতারা।
এর আগে ২০১৩ সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। এরপর ২০১৮ সালে ইসি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন বাতিল করে। তবে পরে আপিল বিভাগে করা আবেদন খারিজ হলেও সেটি পুনরুজ্জীবনের মাধ্যমে আবার শুনানি শুরু হয়।