সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য চলমান পূর্ণ দিবস কর্মবিরতি স্থগিত করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে এক বৈঠক শেষে তারা এ ঘোষণা দেন। প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে এ বৈঠক চলে।
সহকারী শিক্ষকদের ঐক্য পরিষদ জানিয়েছে, আগামী ২৫ জুন পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শিক্ষক নেতারা সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ২৬ মে থেকে কর্মবিরতিতে ছিলেন শিক্ষকরা। তাদের দাবিগুলো হলো- সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা।