আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে তিনি এ বাজেট ভাষণ শুরু করেন।
এবারের বাজেটে বেশ কিছু ভোক্তাপণ্যে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।
দাম বাড়ার তালিকায় রয়েছে: মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, সিগারেট, এলপিজি ও এর সিলিন্ডার, অনলাইন কেনাকাটা, ব্লেন্ডার, প্লাস্টিক সামগ্রী, রড, সাবান-শ্যাম্পু, বিদেশি চকলেট, লিপস্টিক, বলপয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, ফ্ল্যাট, ওটিটি কনটেন্ট, সিমেন্ট শিট, থ্রি-হুইলার ব্যাটারি, এবং আরও অনেক পণ্য ও সেবা।
অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতি বিবেচনায় রাজস্ব আদায়ে কাঠামোগত সংস্কার এবং অভ্যন্তরীণ উৎপাদন উৎসাহিত করতে এসব পরিবর্তন আনা হয়েছে।
এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় বাজেট অনুমোদন দেওয়া হয়।