মাগুরার শালিখায় এক প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছান্দড়া বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হলেন ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
জানা গেছে, মিজানুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে স্থানীয় দুই যুবক জাহাঙ্গীর ও ইনছান তার ওপর হামলা চালায়।
শিক্ষক মিজানুর অভিযোগ করেন, এসএসসি পরীক্ষায় মেয়ের ফেল করায় ক্ষুব্ধ হয়ে তারা এই হামলা চালায়। লাঠিপেটায় তার বাম হাত ভেঙে যায়। আহত অবস্থায় তিনি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযুক্তরা এলাকার চিহ্নিত অপরাধী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ঐ শিক্ষক।
ঘটনা প্রসঙ্গে শালিখা থানার ওসি ওলি মিয়া বলেন, স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।