বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগ চাইনি। কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে।’
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আজ বুধবার (২৮ মে) বিকেলে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান-পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। তিনি অভিযোগ করেন, অত্যন্ত সুকৌশলে ঐক্যে ফাটল ধরার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন ও তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি।
তিনি তার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।