প্রধান উপদেষ্টা চলে যাওয়ার কথা বলেননি। তিনি পদত্যাগ করছেন না, আমাদের সঙ্গেই থাকছেন।
আজ শনিবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, উনি(প্রধান উপদেষ্টা) বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।
প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসে।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।