খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য, উপ উপাচার্যকে অপসারণসহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিতে ঢাকার পথে রওনা দিয়েছেন।
রোববার সকালে ভাড়া করা দুটি বাসে ৮০ শিক্ষার্থী ঢাকার পথে রওনা হয়েছেন। এসময় তাদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল।
শিক্ষার্থীরা জানিয়েছে, ক্যাম্পাসে তারা যথেষ্ট নিরাপত্তা পাচ্ছেনা। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে করে স্মারকলিপি জমা দেয়ার পর তারা নিরাপদ স্থানে চলে যাবে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারা পর্যন্ত অনলাইনে কার্যক্রম চলবে।
তাদের দাবি, ভিসিসহ কিছু শিক্ষক বলছে তারা দাবি মেনে নিয়েছে যা সত্য নয়। হামলাকারীরা স্পষ্ট এবং চিহ্নিত কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। অস্ত্রধারীদের নাম পরিচয়, ছবি বিস্তারিত প্রকাশ করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা।