ক্ষমতার ভারসাম্য ফেরাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। এছাড়াও প্রস্তাবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে।
এ ব্যাপারে সক্রিয় রাজনৈতিক দলগুলো দ্বিমত জানাননি। তবে কিভাবে এটি করা হবে সে সম্পর্কে এখনো কোন আলোচনা হয়নি।
বিএনপি যে ৩১ দফা দিয়েছে সেখানেও ক্ষমতার ভারসাম্য রক্ষা করার কথা বলা হয়েছে। কিন্তু সেটা কিভাবে হবে তার কোন বিস্তারিত ব্যাখ্যা তারা দেননি।
তবে সংবিধান সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, তারা বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে। পূর্ণাঙ্গ প্রতিবেদনে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য কমানোর ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা থাকবে।