বাংলাদেশে প্রথমবারের মতো সমুদ্রপথে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরু হলো ।
সোমবার সকাল ৮:৩০ টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বিআরটিসি বাস টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফেরি সকাল ৯টায় বাঁশবাড়িয়া থেকে যাত্রা শুরু করে এবং ১০টায় সন্দ্বীপ পৌঁছায়। এই ফেরি সেবার মাধ্যমে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হলো, যার মাধ্যমে সাগরবক্ষের দ্বীপটি সরাসরি মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হলো।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে গুপ্তছড়া পর্যন্ত চলবে এই ফেরি সেবা। সন্দ্বীপে এক সমাবেশের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ড. মুহাম্মদ ইউনূস।