খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি ছুঁড়েছেন। এই ঘটনায় অর্ণব কুমার সরকার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের (বিভাগ) মাস্টার্সের ছাত্র। তিনি খুলনার সোনাডাঙ্গার আবু আহম্মেদ সড়কের নীতীশ চন্দ্র সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তেঁতুলতলা মোড়ে শুক্রবার রাতে অর্ণব চা খাচ্ছিলেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাঁকে উপর্যুপরি গুলি করে। কয়েকটি গুলি তার মাথার খুলি ভেদ করে বের হয়ে যায়।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, দুর্বৃত্তদের গুলিতে অর্ণব নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।