যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলছে। এই ঘটনায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেছেন ট্রাম্প।
গতকাল শুক্রবার তিনি এই পদক্ষেপ নেন। এর মাধ্যমে ট্রাম্পের প্রশাসন সামরিক নেতৃত্বের ক্ষেত্রে রাজনৈতিক অগ্রাধিকার প্রদর্শন করেছে।
বরখাস্ত কর্মকর্তা আফ্রিকা বংশোদ্ভূত দ্বিতীয় মার্কিন নাগরিক হিসেবে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। তিনি যুদ্ধবিমান চালানোর চার তারকাবিশিষ্ট পাইলট ছিলেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন বিমানবাহিনীর তিন তারকাবিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন।
জানা গেছে, কেইন নিজেকে প্রেসিডেন্টের আস্থাভাজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ট্রাম্প বলেন, কেইন দক্ষ পাইলট, জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা এবং ‘যুদ্ধবাজ’। তার অভিজ্ঞতা ইন্টার-এজেন্সি ও বিশেষ অভিযানে প্রশংসনীয়।