নারায়নগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
গতকাল রাতে পুলিশের তল্লাশীচৌকিতে বুয়েট শিক্ষার্থীদের মোটরসাইকেলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এই ঘটনায় নিহত হন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনতাসির মাসুদ।
আহত হন আরও দু’জন। তারা হলেন অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। বর্তমানে তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তবে ডাক্তাররা নিশ্চিত করেছেন, তাদের জীবনাশঙ্কা নেই।