স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ বাহিনীর হাতে কোনও মারণাস্ত্র থাকবে না। তাঁদের অস্ত্রগুলো জমা দিতে হবে।
তিনি জানান, শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে মারণাস্ত্র থাকবে ।
সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
র্যাব পুনর্গঠন নিয়ে তিনি জানান, এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র্যাব এই নামে থাকবে কিনা, পোশাক এবং কীভাবে চলবে ইত্যাদি নির্ধারণ করবে কমিটি। একজন উপদেষ্টা ও বিভিন্ন বাহিনীর প্রধানের সমন্বয়ে এই কমিটি করা হয়েছে।