পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দেশবাসীর কাছে পুলিশের উপর আক্রমণ না করার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেছেন, আমরা কাজ করতে না পারলে সমাজে কীভাবে স্থিরতা আসবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুরের এক বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশ কাজ করতে যাচ্ছে, আইন প্রয়োগ করতে যাচ্ছে। সেখানে আক্রমণের শিকার হচ্ছে; আসামি ছিনিয়ে নিচ্ছে। ট্রাফিক পুলিশ যখন বলছে, আপনি উল্টো দিক দিয়ে আসবেন না, আপনি আইন মেনে চলেন।