পিরোজপুরের কাউখালি উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান স্থানীয় বিএনপি নেতার বাঁধায় পণ্ড হয়েছে ।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে কাউখালী উত্তর বাজারে এ ঘটনা ঘটেছে।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানিয়েছেন, কাউখালী উত্তর বাজারে অভিযানের সময় কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী এর মালিক বাসুদেব দোকান বন্ধ করে চলে যায়। তারা দোকানটি খোলার চেষ্টা করলে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া দোকান খুলতে বাঁধা দেন এবং অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। তিনি অন্যান্য ব্যবসায়ীদের জড়ো করে ভোক্তা অধিকারের কার্যক্রমে বাঁধা দেন।
বদরুদ্দোজা মিয়া বাঁধা দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, অন্যায়ভাবে বাসুদেবের দোকান ঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে তিনি বিষয়টি প্রতিহত করেছেন।