ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী এস এম ইমরান আজাদ প্রতিষ্ঠিত ক্বারী নূর মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরে অস্বচ্ছল ও দুস্থ মানুষদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার(১৪ ডিসেম্বর) জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া মসজিদ বাড়িতে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা দিবেন সাবেক নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ সিকদার, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আশিক দত্ত, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনসালটেন্ট মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ সবুজ বিশ্বাস এবং মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মোঃ হোসাইন আহমেদ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সাথে দুস্থ রোগীদের বিনামূল্যে ঔষধও বিতরণ করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম ইমরান আজাদ।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ক্বারী নূর মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। এবার সহ মোট ৩ বার এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও ফাউন্ডেশনটি থেকে দুস্থ এবং অস্বচ্ছল মানুষেরা বহুমুখী সেবা পায়।