পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাত ১টার দিকে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন ছাত্র-জনতা৷ পরে তারা পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়েরহাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি গিয়ে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়।
পরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন বলেশ্বর ফিলিং স্টেশনেও ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে বিক্ষুব্ধরা।
এসময় আওয়ামী বিরোধী বিভিন্ন ধরণের শ্লোগান দিতে দেখা যায় তাদের।