সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে নিজেদের অফিসচত্ত্বরে নিজস্ব প্রেস নির্মাণের পরিকল্পনা করছে পিএসসি।
পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এ ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি পিএসসিকে একটি প্রত্যাশিত উচ্চতায় নিয়ে যেতে চান।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পিএসসির অফিস চত্বরেই একটি আধুনিক প্রেস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন করতে পারলে প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনাগুলো ঘটবে না বলে আমার দৃঢ় বিশ্বাস।
প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে পিএসসির কর্মকাণ্ডকে আধুনিকায়ন করতে চান তিনি। এটির বাস্তবায়নে চার সদস্যবিশিষ্ট একটি দল গঠন করা হয়েছে বলে জানান তিনি। তাদের কাজ হবে পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত পরিকল্পনা তৈরি, সুনির্দিষ্ট ভিশন নির্ধারণ এবং রোডম্যাপের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয়া ব্যবস্থা গ্রহণ করা।