পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে দারুন স্পিন ঝলক দেখাচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন।
তিনি দুই ম্যাচে তার স্পিন জাদুতে তুলে নিয়েছেন মোট ছয় উইকেট। ফলে এই আসরের বোলারদের শীর্ষ তালিকায় রয়েছেন তিনি।
লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি রিশাদের পারফরম্যান্সে মুগ্ধ। রিশাদ হোসেনকে তিনি রশিদ খানের যোগ্য বিকল্প হিসেবে দেখছেন।
রিশাদের দল প্রথম ম্যাচ খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে৷ সে ম্যাচে তিনি ৩১ রান দিয়ে ৩ উইকেট লুফে নেন। আর দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে আবারও নেন ৩ উইকেট।