ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন।
তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠি তিনি দেখেননি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভ্রান্ত জনমত তৈরি করবে।
ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে, তিনি সতর্ক করে দেন যে, মার্কিনী হামলার জন্য ইরান কঠোর প্রতিশোধ নেবে।
ট্রাম্প পূর্বে ইরানকে সামরিকভাবে বা চুক্তির মাধ্যমে মোকাবিলা করতে চেয়েছিলেন। তবে ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানান।