কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৯ বস্তা টাকা মিলেছে।
শনিবার মসজিদের ১১টি দানবাক্সে এ টাকা পাওয়া যায়। দানবাক্স খোলার সময় মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মো. হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ উপস্থিত ছিলেন।
দানবাক্স খোলার পর প্রাপ্ত টাকাগুলো সিনথেটিক বস্তায় ভরা হয়। পরে তা মসজিদের দোতলায় ঢেলে গণনার কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম তদারকি করেন মসজিদ কমিটি ও প্রশাসনিক কর্মকর্তারা।
সাধারণত প্রতি ৩ মাস অন্তর মসজিদের দানবাক্স খোলা হয়। তবে এবার ৩ মাস ১৩ দিন পর দানবাক্স খোলা হলো। সর্বশেষ দানবাক্স খোলা হয় গত ১৭ আগস্ট। সেসময় দানবাক্সে পাওয়া গেছে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। টাকা ছাড়াও পাওয়া গিয়েছে বেশ কিছু বিদেশি মুদ্রা ও সোনা-রুপার গহনা।