পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ অভিযানের সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন, এই অভিযানে পাকিস্তানের সেনারা কয়েক ঘণ্টার মধ্যে ভারতের সেনাদের নাস্তানাবুদ করে দিয়েছে এবং এর মাধ্যমে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে।
বুধবার (১৪ মে) পাকিস্তানের সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
শেহবাজ শরিফ বলেন, “ইতিহাসে চিরন্তনভাবে থাকবে, কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে।”
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায়। কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না।
তিনি ভারতের পানিপ্রবাহ বন্ধের হুমকির জবাবে বলেন, “যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে, তাহলে জেনে রাখুন: পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা, যেটিতে কোনো ছাড় দেয়া হবে না।”
উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে ভারত ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায়। পাল্টা জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালায়, যার মাধ্যমে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের। দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সংঘাতের পর গত ৯ মে পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ।