পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী হামলায় ১২ জন মারা গেছে। নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে।
এছাড়াও আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।
মঙ্গলবার বিস্ফোরকভর্তি দুটি গাড়ি নিয়ে নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় হামলা চালায় জঙ্গিরা।
হামলার পর নিরাপত্তা বাহিনী জঙ্গিদের রুখে দেয় এবং গোলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয়।
এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সম্প্রতি পাকিস্তানি তালেবান (টিটিপি) এই অঞ্চলে হামলা বাড়িয়েছে।