পাকিস্তানের কুররাম জেলায় জাতিগত দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। এছাড়াও আহত হয়েছেন আরও ১৫১ জন।
শুক্রবার দেশটির জিও নিউজের খবরে প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
জানা গেছে, দাঙ্গার কারণে আট দিন ধরে কুররাম জেলার পেশাওয়ার-পারাচিনার হাইওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে স্থানীয়দের দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম চরম বিপর্যয়ের মুখে পড়েছে ।
এদিকে রাস্তা বন্ধ থাকায় আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ২১ নভেম্বর শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে বন্দুকধারীর হামলার মাধ্যমে সহিংসতার সূত্রপাত ঘটে। কুররামে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে চলা ভূমি নিয়ে বিরোধের কারণে এ ধরনের সহিংসতা প্রায়ই ঘটে থাকে।
সংঘর্ষের মধ্যে বিবাদমান গোষ্ঠীগুলো ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও বৃহস্পতিবার আবারও সংঘর্ষ শুরু হয়, যা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যায়।